পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, শিক্ষক, কৃষক, মিডিয়া, মজুর-কুলি শ্রমিকসহ সকল শ্রেণীর মানুষের অক্লান্ত পরিশ্রমে আমাদের দেশের অর্থনীতি অসাধারণ গতিতে এগিয়ে যাচ্ছে। তার সাথে ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার অসাধারণ নেতৃত্ব। মানুষের অক্লান্ত পরিশ্রম এবং প্রধানমন্ত্রীর গতিশীল নেতৃত্বে এগিয়ে যাচ্ছে দেশ।
মঙ্গলবার কুমিল্লার লালমাইয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে গঠিত নির্বাচনী আসন কুমিল্লা- ১০ এর কুমিল্লা সদর দক্ষিণ, লালমাই ও নাঙ্গলকোট উপজেলার আওয়ামী লীগের নেতৃবৃন্দের সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
এসময় মন্ত্রী আরো বলেন, ২০০১-০৬ সময়কালে আমাদের জিডিপি’র প্রবৃদ্ধি ছিল গড়ে ৫.৪০ শতাংশ। গত দশ বছর গড়ে ৬.৭১ শতাংশ হারে জিডিপি’র প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। এখন প্রবৃদ্ধি ৭.৮৬ শতাংশ। স্বাধীনতার পর অর্থনীতির আকার ১০০ বিলিয়ন ডলারে উন্নীত হতে ৩৮ বছর লেগেছে। আর মাত্র সাত বছরে তা দ্বিগুণ হয়ে ২০০ বিলিয়ন ডলার অতিক্রম করেছে। এখন তা ২৭৪ বিলিয়ন ডলারে উন্নীত হয়েছে। সরকারি বিনিয়োগ জিডিপি’র ৫.৬ শতাংশ থেকে ৮.২ শতাংশে উন্নীত হয়েছে। বেসরকারি বিনিয়োগ ২০০৫-০৬ এর ৯৯ হাজার ২৭১ কোটি টাকা হতে প্রায় চার গুণ বেড়ে ২০১৬-১৭ অর্থবছরে ৪ লক্ষ ৫০ হাজার ৭৩ কোটি টাকায় উন্নীত হয়েছে। সরাসরি বৈদেশিক বিনিয়োগের পরিমাণ ২০০৫-০৬ অর্থবছরে ছিল ৭৪৪ মিলিয়ন ডলার যা তিন গুণ বেড়ে ২ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। মাথাপিছু আয় বেড়েছে তিন গুণেরও বেশি, ২০০৫-০৬ অর্থবছরে মাথাপিছু আয়ের পরিমাণ ছিল ৫৪৩ মার্কিন ডলার যা ২০১৭-১৮ অর্থবছরে তিন গুণ বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ১,৭৫১ মার্কিন ডলারে।
পরিকল্পনামন্ত্রী আরো বলেন, ২০০৮ সালের আমাদের নির্বাচনী ইশহারে ছিল ঘরে ঘরে বিদ্যুৎ যাবে ২০২১ সালে, কিন্তু বর্তমানে ৯০ ভাগের বেশি ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়া হয়েছে। আশা করা যায় বাকি অংশ করতে ১ বছর সময়ই যথেষ্ট। ২০২১ এর আগেই আমরা আমাদের অধিকাংশ লক্ষ্যই পূরণ করতে সক্ষম হবো। এখন ডিজিটাল বাংলাদেশ আর কোন কল্পনা নয়, নিছক কোন স্বপ্ন নয়- এখন এটা বাস্তবতা। আন্তর্জাতিক অর্থনৈতিক সংস্থাগুলোর মতে ২০২২-২৩ সালের মধ্যে আমরা এশিয়ার ৫ম টাইগার হিসাবে রূপান্তর হব। যেখানে সারা বিশ্বে অর্থনৈতিকভাবে কোন অবস্থান ছিল না- আর আজ সারা বিশ্ব বলছে আগামী ৫০ সাল পর্যন্ত যে পাঁচটি দেশ জিডিপিতে সবচেয়ে বেশি সক্ষমতা অর্জনে সফল হবে সারা বিশ্বে বাংলাদেশ তার মধ্যে অন্যতম একটি দেশ।
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল মালেক বিকম'র সভাপতিত্বে আয়োজিত সভায় বক্তব্য রাখেন প্রবীণ আওয়ামী লীগ নেতা তাজুল ইসলাম শিকারপুরী নাঙ্গলকোট উপজেলা পরিষদের চেয়ারম্যান সামসুদ্দিন কালু, সদর দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম সারওয়ার, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাহাদাত হোসেন তসলিম, কুমিল্লা আদালতের পিপি অ্যাড. মোস্তাফিজুর রহমান লিটন।
বিডি প্রতিদিন/৬ নভেম্বর ২০১৮/হিমেল