কুমিল্লার হোমনায় নাশকতার অভিযোগে উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আজিজুর রহমান মোল্লাসহ ৫৫ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। সোমবার রাতে হোমনা থানার এস আই মো. ফারুক বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন।
মামলার সূত্র জানায়, খালেদা জিয়ার মুক্তির দাবিতে প্রতিবাদের নামে বিএনপির নেতা-কর্মীরা নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে উপজেলার ঝগড়ারচর এলাকায় একটি গোপন বৈঠক করেছে। এমন অভিযোগে উপজেলা পরিষদ চেয়ারম্যান ও বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আজিজুর রহমান মোল্লাসহ ১৫ জনের নাম উল্লেখ এবং আরও ৪০ জন অজ্ঞাত নেতা-কর্মীর বিরুদ্ধে হোমনা থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন হোমনা থানার পরিদর্শক (তদন্ত) কাজী নাজমুল হক।
মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা পরিষদ চেয়ারম্যান ও বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আজিজুর রহমান মোল্লা বলেন, এরকম কোনো সভা করিনি। এটি হয়রানির উদ্দেশ্যে গায়েবি মামলা।
বিডি প্রতিদিন/৬ নভেম্বর ২০১৮/হিমেল