বঙ্গবন্ধু সৈনিক লীগের ঢাকা মহানগর উত্তরে ৩১ এবং দক্ষিণে ৩১ সদস্য বিশিষ্ট নতুন আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। গত রবিবার গঠিত এ আহবায়ক কমিটিো মঙ্গলবার সকালে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ এবং বঙ্গবন্ধু সৈনিক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বজলুর রহমানের শহীদ বুদ্ধিজীবীস্থ মাজারে পুষ্পস্তবক অর্পন করেন।
এ সময় উপস্থিত ছিলেন- বঙ্গবন্ধু সৈনিক লীগের ঢাকা মহানগর উত্তরের আহবায়ক সরদার মো. আনোয়ার হোসেন, যুগ্ম আহবায়ক নাঈম আহমেদ জুলহাস, ফিরোজ আহমেদ, জিল্লুর রহমান, চিন্ময় দাস, কে. এম. তরিকুল আলম তোতা এবং বঙ্গবন্ধু সৈনিক লীগের ঢাকা মহানগর দক্ষিণের আহবায়ক জাকির হোসেন প্লাবন, যুগ্ম আহবায়ক কামাল হোসেন, আবদুর রহমান শেখ, প্রান্তশ তালুকদার, নাসির আল আমিন পলাশ, অ্যাড মো. মাসুদ হাওলাদার প্রমুখ।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর