রাজধানীতে পৃথক ঘটনায় ২ জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৭ নভেম্বর) সকালে রাজধানীর রামপুরা ও গুলশান থেকে লাশ দু’টি উদ্ধার করা হয়। এদের মধ্যে গোলাম মোস্তফা কামাল হোসেন (৪০) নামে একজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে।
পরিবারের বরাত দিয়ে রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক জানান, মঙ্গলবার (০৬ নভেম্বর) দিবাগত মধ্যরাতে পূর্ব রামপুরা হাইস্কুল গলির একটি বাসা থেকে দরজা ভেঙে কামাল হোসেনের মরদেহ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে লাশ ময়না-তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এদিকে, গুলশান থানার ওসি আবু বকর সিদ্দিক জানান, মঙ্গলবার দিবাগত রাতে রাজধানীর ওয়েস্টিন হোটেলের বিপরী পাশে ডা. ইকবালের নির্মাণাধীন বাড়ি থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, নিহত ব্যক্তি ওই ভবনের নির্মাণশ্রমিক হিসেবে কাজ করতেন। কাজ করার সময় ভবনের উপড় থেকে পরে তার মৃত্যু হতে পারে।
বিডি প্রতিদিন/৭ নভেম্বর ২০১৮/হিমেল