রাজশাহীতে কোনো শর্ত ছাড়াই জাতীয় ঐক্যফ্রন্টকে সমাবেশের অনুমতি দিয়েছে প্রশাসন।
বুধবার দুপুরে নগর পুলিশ কমিশনারের দফতর থেকে ঐক্যফ্রন্টকে এ সমাবেশের অনুমতি দেওয়া হয়।
ঐক্যফ্রন্টের চাহিদা অনুযায়ী গণকপাড়া মোড়ে সমাবেশ করতে অনুমতি দেওয়া হয়েছে। তবে কোনো শর্ত দেওয়া হয়নি বলে নিশ্চিত করেছেন নগর বিএনপির দফতর সম্পাদক নাজমুল হক ডিকেন।
নগর পুলিশের মুখপাত্র সহকারী কমিশনার ইফতে খায়ের আলম জানান, ঐক্যফ্রন্টের পক্ষ থেকে মাদ্রাসা মাঠ, জিরোপয়েন্ট ও গণকপাড়া চাওয়া হয়েছিল। পরীক্ষার কারণে মাদ্রাসা মাঠ আর ব্যস্ততম এলাকা হওয়ায় জিরোপয়েন্টে অনুমতি দেওয়া হয়নি। তবে গণকপাড়া এলাকায় তাদের সমাবেশের অনুমতি দেওয়া হয়েছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন