বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে বিশেষ অভিযান চালিয়ে দুই নারী দালালসহ আট জনকে আটক করেছে র্যাব-৮।বুধবার দুপুরে আটক করা হয় তাদের। গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন, তাবিয়া ইসলাম (২৫), মোসাম্মৎ সাবিনা (৩০), মো. খোকন হোসেন (৪৫), মো. ফয়সাল হোসেন (২০), মো. আল আমিন (২০), মো. আরিফ হোসেন (২৫), জনি দাস (২৮) এবং মো. রাজিব হোসেন (২০)।
পরে বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব-৮ জানায়, র্যাবের বিশেষ দল হাসপাতালে অভিযান চালিয়ে আট জনকে আটক করে। পরবর্তীতে তাদের ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদের প্রত্যেককে ২শ’ টাকা করে জরিমানা আদায় করে মুক্তি দেন।
বিডি-প্রতিদিন/০৭ নভেম্বর/বাজিত হোসেন