শিরোনাম
- সারাদেশে পুলিশের বিশেষ অভিযান, গ্রেফতার ১৪৮৭
- রাজধানীতে গৃহকর্মীসহ তিনজনের ঝুলন্ত মরদেহ উদ্ধার
- এক লাখ শিক্ষক নিয়োগ, প্রার্থীদের জন্য এনটিআরসিএ’র সুখবর
- তালেবান সরকারকে প্রথম দেশ হিসেবে রাশিয়ার স্বীকৃতি দেয়া নিয়ে যা বলল চীন
- যুক্তরাষ্ট্রে ইমিগ্রেশন কোর্টে হাজিরা দিতে গিয়েও বহু প্রবাসী গ্রেফতার
- দেবাশিস চক্রবর্তীর আঁকা পোস্টারে ফুটে উঠবে জুলাই’র অনিবার্যতা : উপদেষ্টা আসিফ
- ৬ মাসে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ হাজার ৭৭৮ জনের : সেভ দ্য রোড
- সিকৃবিতে শহীদ স্মরণে ‘জুলাই ৩৬ গেইট’ উদ্বোধন
- বিদেশি পর্যটকদের জন্য জাতীয় উদ্যানের প্রবেশ ফি বাড়ানোর নির্দেশ ট্রাম্পের
- গৃহবধূকে পুড়িয়ে হত্যার অভিযোগ, লুকিয়ে দাফনের সময় পুলিশের হানা
- বোমার আঘাতে ১০ বার গৃহহারা, শেষ আশ্রয়েই খুন হন বাবা ও ভাই
- জাবি ছাত্রদলের ১৫ নেতাকে অব্যাহতি প্রদান
- এখন অনলাইনেও দান করা যাবে পাগলা মসজিদে
- ধামরাইয়ে নাচের কারণে কনের বিয়ে ভাঙার সংবাদটি সত্য নয়
- পাকিস্তানে ভবন ধসে প্রাণ গেল ৫ জনের
- দলের কেউ অপরাধ করলেই ব্যবস্থা নেবে বিএনপি: রিজভী
- প্রথম নারী সভাপতি পেতে পারে ভারতের ক্ষমতাসীন দল বিজেপি
- জাবি ছাত্রদলের ১৫ নেতাকে অব্যাহতি প্রদান
- ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ২০৪
- তিব্বত ইস্যুতে ভারতকে নাক গলাতে মানা করল চীন
রাসিকে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম উদ্বোধন করলেন মেয়র লিটন
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
অনলাইন ভার্সন
.jpg)
মহানগরীর পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম ও ডাস্টবিন বিতরণের উদ্বোধন করেছেন রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। বৃহস্পতিবার দুপুরে পরিষ্কার-পরিচ্ছন্নতার কার্যক্রম উদ্বোধনের পর ঝাড়ু দিয়ে সড়ক ও আশপাশে পরিষ্কার অভিযান চালান তিনি।
জানা গেছে, রাজশাহী সিটি করপোরেশনের পরিচ্ছন্ন বিভাগের উদ্যোগে নগরীর সাহেববাজার বড় মসজিদের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে মেয়র খায়রুজ্জামান লিটন কার্যক্রমের উদ্বোধন করেন।
আনুষ্ঠানিক উদ্বোধনের পর সড়কে ঝাড়ু দেন এবং ময়লা ভ্যান গাড়িতে তোলেন মেয়র খায়রুজ্জামান লিটন। এসময় লিটনের সঙ্গে তিন প্যানেল মেয়র ও কাউন্সিলরবৃন্দ নগরীর সাহেববাজার বড় মসজিদের সামনে থেকে আরডিএ মার্কেটের পর্যন্ত সড়ক ঝাড়ু দিতে দিতে যান। এরপর সেখানে ডাস্টবিন বিতরণ অনুষ্ঠানে যোগ দেন। অনুষ্ঠানে ১০ জন ব্যবসায়ীকে ডাস্টবিন প্রদান করা হয়। আগামীতে প্রথম ধাপে নগরীর প্রায় ১২ হাজার ব্যবসায়ীকে ডাস্টবিন প্রদান করা হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, এই নগরী আপনার, আমার, আমাদের সবার। একে পরিষ্কার-পরিচ্ছন্ন করে রাখার দায়িত্বও আমাদের। পরিষ্কার-পরিচ্ছন্নতাকে ঈমানের অঙ্গ বলা হয়। আসুন, আমরা সবাই মিলে শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন বিভাগের কর্মীরা নিরসল পরিশ্রম করে নগরকে পরিষ্কার-পরিচ্ছন্ন করবে। আপনারা সবাই এ কাজে সহযোগিতা করুন। আপানাদের সহযোগিতা ছাড়া এ কাজ করা সম্ভব হবে না।
মেয়র লিটন বলেন, প্রথম ধাপে শহরের ১২ হাজার ব্যবসায়ীকে ডাস্টবিন প্রদান করা হবে। আজ প্রতীকিভাবে ১০ জনকে প্রদান করা হলো। যারা ব্যবসায়ীরা আছেন, আগামীতে দোকান বা ব্যবসা প্রতিষ্ঠানের ময়লা-আবর্জনা রাস্তায় ফেলবেন না। নির্দিষ্ট ডাস্টবিনে সব মলয়া-আবর্জনা ফেলুন। আমাদের পরিচ্ছন্ন কর্মীরা সেগুলো এসে নিয়ে যাবে।
মেয়র খায়রুজ্জামান লিটন আশা প্রকাশ করে বলেন, ২০০৮ থেকে ১৩ সাল পর্যন্ত সিটি করপোরেশন অনেক পরিষ্কার-পরিচ্ছন্ন ছিল। আপনাদের সহযোগিতায় আবারও এই শহর পরিষ্কার-পরিচ্ছন্ন, ঝকঝকে তকতকে হবে।
এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-১ সরিফুল ইসলাম বাবু, প্যানেল মেয়র-২ রজব আলী, প্যানেল মেয়র-৩ তাহেরা বেগম মিলি। রাসিকের পরিচ্ছন্ন বিভাগের প্রধান কর্মকর্তা শেখ মো. মামুন ডলার, রাজশাহী চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রি এর সভাপতি মনিরুজ্জামান মনি, পরিচালক আতিকুর রহমান কালু, সহ-সভাপতির মাসুদুর রহমান রিংকু।
বিডি প্রতিদিন/সালাহ উদ্দীন/এনায়েত করিম
এই বিভাগের আরও খবর