রাজধানীর খিলক্ষেত ও দক্ষিণখান কাউলা এলাকায় ট্রেনের ধাক্কায় দুইজন নিহত হয়েছে। এরমধ্যে খিলক্ষেতে অজ্ঞাতপরিচয় নারী (৩০) ও দক্ষিণখান কাউলা এলাকায় নীলকান্তী রায় (২২) নিহত হয়েছেন।
শুক্রবার (১ ফ্রেরুয়ারি) সকালের দিকে পৃথক এ দুর্ঘটনা দুই ঘটে।
ঢাকা রেলওয়ে থানা (কমলাপুর) বিমানবন্দর রেলস্টেশনের পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম জানান, খিলক্ষেত কুড়িল বিশ্বরোড সংলগ্ন রেললাইনে ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলে মৃত্যু হয় ওই নারীর। নিহতে পরনে ছিল ছাপা রঙে একটি বোরকা।
এদিকে দক্ষিণখানে কালউলা ও আশকোনার মধ্যবর্তী রেললাইন কমলাপুর থেকে ছেড়ে যাওয়া একটি ট্রেনের ধাক্কায় নীলকান্তী রায়ের মৃত্যু হয়। পরে নিহতের কাছ থেকে পাওয়া মোবাইল ফোন থেকে খবর পেয়ে তার ভাই বকুল রায় মরদেহ শনাক্ত করেন। ময়নাতদন্তের জন্য মরদেহ দু’টি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল