আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাত্র ৬ আসনে জয়ী বিএনপি যদি সংসদ বর্জন করে তবে সেটা তাদের অস্তিত্বের জন্যই ক্ষতিকর হবে। পাশাপাশি প্রধানমন্ত্রীর চা-চক্রের আমন্ত্রণ বর্জন করে বিএনপি নেতিবাচক রাজনীতির ধারার বহিঃপ্রকাশ ঘটিয়েছে।
শুক্রবার আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংসাদ সম্মেলনে কাদের এ মন্তব্য করেন।
ওবায়দুল কাদের বলেন, বিএনপি যদি সংসদ বর্জনের মানসিকতা অনুসরণ করে, তাহলে সেটা তাদের অস্তিত্বের জন্যই ক্ষতিকর হবে। তারা সংসদে গেলে বিরোধীদের কণ্ঠ ভারী হবে। সংসদে বিএনপির সদস্য সংখ্যায় কম হলেও তারা জোরালো ভূমিকা রাখতে পারে।
বিএনপির আন্দোলন প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপির আন্দোলনে দেশের জনগণ আগ্রহী নয়। গত ১০ বছরে বারবার চেষ্টা করেও বিএনপি সাড়া জাগানোর মতো আন্দোলন গড়ে তুলতে পারেনি। নির্বাচনের পর আন্দোলনের কোনো বস্তুগত পরিস্থিতি বিরাজ করছে না, যার মাধ্যমে তাদের সাফল্য আসে। তারা আন্দোলনের ডাক দিতে পারে, জনগণ যদি সাড়া না দেয়, সাফল্য আসবে না।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন