আশুলিয়ার জামগড়ায় মাদক ব্যবসায় বাধা দেওয়ার জাহিদুল ইসলাম নামে এক শ্রমিককে তুলে নিয়ে তার দুই পায়ে গুলি করেছে মাদক ব্যবসায়ীরা। গুরুতর আহত অবস্থায় শুক্রবার সকালে তাকে সাভারের এনাম মেডেকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জাহিদুল ইসলামের গ্রামের বাড়ি পটুয়াখালী জেলায়। তিনি বর্তমানে আশুলিয়ার পলাশবাড়িতে একটি কারখানায় সুপারভাইজার হিসেবে কর্মরত আছেন। পাশাপাশি তিনি পরিবার নিয়ে আশুলিয়ার জামগড়া মোল্লা বাড়িতে আওলাদ মোল্লা বাড়িতে ভাড়া থাকতেন।
ভুক্তভোগীর স্ত্রী মুক্তা আক্তার জানান, শুক্রবার রাতে কারখানা থেকে কাজ শেষে বাড়ির ফেরার পথে জামগড়া থেকে দুইটি মোটরসাইলে ৩/৪ জন অজ্ঞাত লোক এসে তাকে চোখ বেঁধে নিয়ে যায়। পরে একটি খোলা মাঠে নিয়ে জাহিদুলের দুই পায়ে গুলি করে পালিয়ে যায়। এক রিকসা চালকে তাকে উদ্ধার নিয়ে আসে। প্রথমে স্থানীয় নারী ও শিশু হাসপাতালে, পরে সাভার উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে নিয়ে যাই। সেখান থেকে সকালে সাভারের এনাম মেডেকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রিজাউল হক দিপু বাংলাদেশ প্রতিদিনকে বলেন, এ বিষয়ে আমরা কোন অভিযোগ পাইনি। তবে আমরা প্রাথমিকভাবে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। কারা, কি কারণে এ ঘটনা ঘটিয়েছে তদন্ত করে দেখা হচ্ছে।
বিডি প্রতিদিন/হিমেল