শ্রমিকদের দাবির এক দিনের মধ্যেই সড়কে গতিরোধক নির্মাণ করে দিয়েছে নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ) কর্তৃপক্ষ। শুক্রবার সকালে শিমরাইল-আদমজী-নারায়ণগঞ্জ সড়কের সিদ্ধিরগঞ্জের সিআইখোলা কাঠেরপুল এলাকায় এ গতিরোধক নির্মাণ করা হয়।
বুধবার রাতে রাস্তা পারাপারের সময় সড়ক দুর্ঘটনায় ইকবাল গ্রুপের কৃষ্ণচুড়া ফ্যাশনের শ্রমিক মালা আক্তার মিতু নিহত ও মদিনা আক্তার নামে অপর এক শ্রমিক আহত হয়। এর প্রতিবাদে বৃহস্পতিবার সকালে আশেপাশের ৬টি গার্মেন্টের শ্রমিকরা সড়কে গতিরোধক ও ফুট ওভারব্রিজ নির্মাণের দাবিতে রাস্তায় আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করলে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মীর শাহিন শাহ পারভেজ শ্রমিকদের দাবির বিষয়টি যথাযত কর্তৃপক্ষের মাধ্যমে সমাধানের আশ্বাস দিয়ে তাদেরকে শান্ত করেন। এর একদিন পরই শুক্রবার সকালে নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মোহাম্মদ মনির হোসেন উপস্থিত থেকে শিমরাইল-আদমজী-নারায়ণগঞ্জ সড়কের সিদ্ধিরগঞ্জের সিআইখোলা কাঠেরপুল এলাকায় এ গতিরোধক নির্মাণ করা হয়।
এ বিষয়ে কথা হলে নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মোহাম্মদ মনির হোসেন বলেন, উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে শ্রমিকসহ পথচারীদের রাস্তা পারাপারের সুবিধার্থে সড়কে এ গতিরোধক নির্মাণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল