রাজধানীর যাত্রাবাড়ীতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের একটি দল বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন কোম্পানির নকল ওষুধ তৈরির সরঞ্জামসহ ৫ জনকে গ্রেফতার করেছে ।
শনিবার দিবাগত রাতে পাঁচজনকে গ্রেফতার করা হয়। এরপর রবিবার দুপুরে (৩ ফেব্রুয়ারি) ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানানো হয়। গ্রেফতারকৃত সেই পাঁচজন হলেন মোহাম্মদ আবদুস সোবহান, মোহাম্মদ নাঈমুর রহমান তুষার, রিয়াজুল ইসলাম মৃদুল, মোসাম্মৎ নারগিছ বেগম ও মোহাম্মদ ওয়াহিদ।
ডিএমপির অ্যাডিশনাল পুলিশ কমিশনার (এডিসি-ডিবি) আবদুল বাতেন জানান, এই চক্রটি দীর্ঘদিন ধরে নকল ওষুধ তৈরি করে আসছিল। বিভিন্ন অখ্যাত ফার্মেসির মাধ্যমে মার্কেটিং করে নকল ওষুধগুলো বেচে জনসাধারণকে প্রতারিত করে আসছিল।
সংবাদ সম্মেলনে জানানো হয়, অভিযানে একটি বহুজাতিক ওষুধ কোম্পানির ৩০০ পিস নকল ইনসুলিন, ৮৪ হাজার পিস নকল সেক্স পাওয়ার ক্যাপসুল, ১০ মিলিগ্রামের ৬৫ পিস অ্যাক্ট্রাপিডসহ বিভিন্ন প্রকার ওষুধ সামগ্রী।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ তাফসীর