২৫ জানুয়ারি, ২০২০ ১৫:৪২

বরিশালের ৬৮০ শিক্ষা প্রতিষ্ঠানে ‘স্টুডেন্ট কেবিনেট’ নির্বাচন

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:

বরিশালের ৬৮০ শিক্ষা প্রতিষ্ঠানে ‘স্টুডেন্ট কেবিনেট’ নির্বাচন

সারা দেশের মতো বরিশালেও অনুষ্ঠিত হয়েছে স্কুল এবং মাদ্রাসায় ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত ‘স্টুডেন্ট কেবিনেট’ নির্বাচন। শনিবার সকাল ৯টা থেকে একযোগে শুরু হয়ে দুপুর ২টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। 

বরিশাল জেলার ৪২০টি স্কুল ও ২৬০টি মাদ্রাসাসহ মোট ৬৮০টি শিক্ষা প্রতিষ্ঠানে ‘স্টুডেন্ট কেবিনেট’ নির্বাচন অনুষ্ঠিত হয়। 

বরিশাল জিলা স্কুলে সুষ্ঠু-সুন্দর পরিবেশে লাইনে দাঁড়িয়ে শিক্ষার্থীদের ভোট দিতে দেখা গেছে। 

শিক্ষার্থীরা জানায়, এই নির্বাচনের মাধ্যমে ছোট বেলা থেকে গণতন্ত্র চর্চার অভ্যাস গড়ে উঠছে তাদের। কিভাবে আগামীতে দেশ পরিচালনা করা যাবে সে বিষয়েও সম্যক ধারনা পাচ্ছেন তারা। 

নগরীর কাউনিয়া শহীদ আরজু মনি সরকারী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মু. এবাদুল ইসলাম জানান, ভবিষ্যতে জনপ্রতিনিধি এবং দেশ শাসনে অভ্যস্ত করার জন্য এই নির্বাচনের আয়োজন করে শিক্ষা মন্ত্রণালয়।

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর