২৬ জানুয়ারি, ২০২০ ১৫:৫৯

খুলনায় ‘বঙ্গবন্ধু ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, খুলনা :

খুলনায় ‘বঙ্গবন্ধু ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

খুলনায় দৈনিক ১১ কোটি লিটার পানি পরিশোধন ক্ষমতাসম্পন্ন ‘বঙ্গবন্ধু ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট’ এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি এ প্লান্টের কার্যক্রম উদ্বোধন করেন। এ উপলক্ষে খুলনা সার্কিট হাউস সম্মেলন কক্ষে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

এতে উপস্থিত ছিলেন খুলনা সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক, বিভাগীয় কমিশনার ড. মু. আনোয়ার হোসেন হাওলাদার, পুলিশ কমিশনার ড. খন্দকার মহিদ উদ্দিন, অতিরিক্ত ডিআইজি মো. হাবিবুর রহমান, ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল্লাহ, পুলিশ সুপার এস এম শফিউল্লাহ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন।

জানা যায়, প্রায় আড়াই হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত বঙ্গবন্ধু ট্রিটমেন্ট প্লান্টের মাধ্যমে মধুমতি নদী থেকে পানি সংগ্রহ করে পরিশোধনের মাধ্যমে খুলনা নগরীতে পানি সরবরাহ করা হচ্ছে। প্রকল্পের আওতায় বাগেরহাট জেলার মোল্লারহাট ব্রিজ সংলগ্ন মধুমতি নদীর পাড়ে ইনটেক পাম্প হাউস নির্মাণ, রূপসা নদীর তলদেশ দিয়ে পাইপ স্থাপন, সাতটি ডিসট্রিবিউশন রিজার্ভার ও ১০টি ওভারহেড ট্যাংক নির্মাণ করা হয়েছে। নগরীর ৪০ হাজার গৃহে মিটার সংযোগ দিয়ে পানি সরবরাহ করা হচ্ছে।

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর