কুমিল্লার হোমনায় তিতাস নদী থেকে গলায় লুঙ্গি পেঁচানো এক যুবকের (৩৫) অর্ধ গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার বিকেলে উপজেলার রামকৃষ্ণপুর তিতাস নদী থেকে লাশটি উদ্ধার করা হয়। তবে তার পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ ও স্থানীয়রা জানায়, রবিবার দুপুরে চান্দেরচর ইউনিয়নের রামকৃষ্ণপুর আঁড়ালিয়াকান্দি সংলগ্ন তিতাস নদীতে কচুরীপানার সঙ্গে এক যুবকের ভাসমান লাশ দেখতে পান স্থানীয়রা। লোকজন বিষয়টি স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে অবহিত করলে তিনি থানায় জানান। খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
এ ব্যাপারে হোমনা থানার ওসি মো. আবুল কায়েস আকন্দ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কয়েকদিন আগেই গলায় লুঙ্গি পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে লাশটি নদীতে ভাসিয়ে দেওয়া হয়। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিডি-প্রতিদিন/মাহবুব