রাজধানীর পুরান ঢাকায় ওয়াসার গাড়ি চাপায় এক এসএসসি শিক্ষার্থী নিহত হয়েছেন। নিহতের নাম আবির, বয়স ১৫ বছর। সোমবার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গাড়ির চালককে আটক করা হয়েছে।
এ ব্যাপারে ওয়ারী থানা সূত্রে জানা যায়, আবির ওয়ারী উচ্চ বিদ্যালয়ের ১০ শ্রেণিতে পড়াশোনা করতো। বলদা গার্ডেনের পাশে ওয়াসার গলিতে ওয়াসার পানির গাড়ির চাপায় ঘটনাস্থলেই আবিরের মৃত্যু হয়। আবিরের বাড়ি ওয়ারীর জয়কালী মন্দির এলাকায়। বিস্তারিত খোঁজ নেওয়া হচ্ছে।
এই ঘটনায় ওয়াসার পানির গাড়িটি জব্দ এবং এর চালককে আটক করা হয়েছে বলেও জানানো হয়।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ