ঢাকা আইনজীবী সমিতির ২০২০-২০২১ নির্বাচনে প্রথম দিনের ভোটগ্রহণ চলছে।
বুধবার ঢাকা আইনজীবী সমিতি ভবনে সকাল ৯টা থেকে এই ভোটগ্রহণ শুরু হয়, যা চলবে বিকেল ৫টা পর্যন্ত। বৃহস্পতিবারও একইভাবে ভোটগ্রহণ চলবে।
নির্বাচনে মোট ভোটার ১৮ হাজার ১৫০ জন। কার্যনির্বাহী কমিটির ২৩টি পদে মোট ৪৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সবশেষ ২০১৯-২০ মেয়াদে ঢাকা আইনজীবী সমিতির এই নির্বাচনে ২৭টি পদের মধ্যে সভাপতি-সাধারণ সম্পাদকসহ ১৮টি পদেই জয়ী হন আওয়ামীপন্থিরা। অন্যদিকে বিএনপিপন্থিরা সিনিয়র সহ-সভাপতিসহ তিনটি সম্পাদকীয় ও ছয়টি সদস্য পদে বিজয়ী হন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন