ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ৫৪ ওয়ার্ডের মধ্যে ১৬টি ওয়ার্ডের কোরবানির সব বর্জ্য অপসারণ সম্পন্ন করা হয়েছে।
শনিবার (১ আগস্ট) রাত ১০টায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের জনসংযোগ বিভাগের কর্মকর্তা এ এস এম মামুন এ তথ্য নিসশ্চিত করেন।
তিনি জানান, শনিবার রাত ১০টা পর্যন্ত ডিএনসিসির ১৬টি ওয়ার্ড থেকে কোরবানি পশুর সব ধরনের বর্জ্য অপসারণ করা হয়েছে। ওই ১৬ ওয়ার্ডের মধ্যে আছে- ১, ৮, ৯, ১০, ১১, ১৭, ১৯, ২০, ২৭, ২৮, ২৯, ৩০, ৩১, ৩২, ৩৩, ও ৩৪ নম্বর ওয়ার্ড।
বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ