মুজিববর্ষ উপলক্ষে ও শেখ রাসেল স্মরণে ক্যারাম প্রতিযোগিতার উদ্বোধন করতে এসেছিলেন খুলনা সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক। কিন্তু উদ্বোধনকালে তিনি নিজেই মহানগর আওয়ামী লীগ সম্পাদক বাবুল রানাকে সঙ্গে নিয়ে শুরু করেন ক্যারাম খেলা।
এসময় মুহূর্তে তা আগ্রহ তৈরি করে উপস্থিত প্রতিযোগিতার মাঝে। অনেকে এ ক্যারাম খেলা ভিডিও করে ফেসবুকে প্রচার করেন। তবে দীর্ঘদিন খেলায় অভ্যস্ত না থাকায় কোর্টে গুটি ফেলতে কিছুটা সমস্যায় পড়েন সিটি মেয়র। কিন্তু তারপরও উচ্ছ্বাসের কমতি ছিল না তার মধ্যে। আজ শুক্রবার নগরীর লায়ন্স স্কুল অডিটোরিয়ামে প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠিত হয়। এতে জেলা ও উপজেলার ৬৪ জন প্রতিযোগী অংশ নেন।
অনুষ্ঠানে সিটি মেয়র বলেন, শারীরিক সুস্থতার জন্য খেলাধুলা করা প্রয়োজেন। নতুন প্রজন্মদের ক্রীড়া জগতে নিয়ে আসতে হবে। খেলাধুলাই পারে মাদক ও সন্ত্রাস থেকে সকলকে দূরে রাখতে।
কেসিসি’র প্যানেল মেয়র মো. আলী আকবার টিপুর সভাপতিত্বে বক্তৃতা করেন বাংলাদেশ দাবা ফেডারেশনের যুগ্ম সম্পাদক মাসুদুর রহমান মল্লিক, অধ্যক্ষ মো. বাদশা খান, বীর মুক্তিযোদ্ধা মুন্সি আইয়ুব আলী, সরদার আব্দুল হালিম, আব্দুল কাউয়ুর গোরা, মো. মোর্শেদ আলম, আন্তর্জাতিক ক্যারাম খেলোয়াড় মো. মনিরুজ্জামান মনি।
বিডদি-প্রতিদিন/আব্দুল্লাহ