শহীদ বুদ্ধিজীবী দিবসে বাইসাইকেল শোভাযাত্রা করেছে ভারত-বাংলাদেশ সম্প্রীতি সংসদ। আজ ১৪ ডিসেম্বর সকালে রাজধানীর নিকেতন (হাতিরিঝিল) থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি গুলশান এভিনিউতে শেষ হয়। এতে অংশ নেন বিভিন্ন শ্রেণি পেশার প্রায় ১২৫ জন ব্যক্তি।
বাইসাইকেল শোভাযাত্রায় নেতৃত্ব দেন ভারত-বাংলাদেশ সম্প্রীতি সংসদের সাধারণ সম্পাদক তৌফিক আহমেদ তাফসির।
শোভাযাত্রায় বহন করা প্ল্যাকার্ড ও ব্যানারে ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বরতার নিন্দা করা হয় এবং পাকিস্তান ক্ষমা না চাওয়া পর্যন্ত দেশটির সাথে সম্পর্ক ছিন্ন করার দাবি জানানো হয়।
বিডি প্রতিদিন/ফারজানা