দুর্নীতির দায়ে জাকরি হারালেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) দুই সুপারভাইজার। তারা হলেন মো. সেলিম ও মো. দৌলত। তারা অঞ্চল-২ এর লাইসেন্স ও বিজ্ঞাপন সুপারভাইজার। লাইসেন্স নবায়নের নামে দালালিতে সহায়তা করার অপরাধে তাদের চাকরিচ্যুত করা হয়েছে। একই অপরাধে দুই দালালকে আটক করা হয়েছে।
ডিএসসিসি সূত্র জানায়, আজ সোমবার গোপন সংবাদের ভিত্তিতে দুদকের এনফোর্সমেন্ট ইউনিটের একটি টিম ডিএসসিসির লাইসেন্স ও বিজ্ঞাপন সুপারভাইজার মো. সেলিম ও মো. দৌলতের কক্ষে অভিযান চালায়। তখন মো. আব্দুর রহমান ও মো. সাব্বির আলম নামে দুই দালালকে নগদ অর্থ ও নতুন লাইসেন্স ও লাইসেন্স নবায়নের বিভিন্ন কাগজপত্রসহ হাতেনাতে গ্রেফতার করে দুদক। প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুই দালালের সাথে ডিএসসিসির দুই লাইসেন্স ও বিজ্ঞাপন সুপারভাইজারের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া যায়। পরে দুই দালালকে খিলগাঁও থানায় হস্তান্তর করা হয়।
এদিকে এই ঘটনায় দায়ী দুই সুপারভাইজারকে তাৎক্ষণিকভাবে চাকরি থেকে অপসারণ করা হয়।
ঢাকা দক্ষিণের জনসংযোগ কর্মকর্তার মো. আবু নাছেরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনকে পুরোপুরি দুর্নীতিমুক্ত করার প্রয়াস হিসাবে দালালিতে সহায়তাকারী দুই সুপারভাইজারকে চাকরিচ্যুত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ