রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল থেকে নারীসহ ৮ জন রোগী ধরা দালালকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার সকালে হাসপাতালের বহির্বিভাগ থেকে তাদের আটক করে লক্ষ্মীপুর পুলিশ বক্সের একটি দল।
রাত ৯টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুস।
পুলিশ জানায়, রামেক হাসপাতালের মেইন গেটের সামনে থেকে দালালচক্রের ৮ জন সদস্যকে আটক করা হয়।
আটকরা হলেন- সেলিম রেজা (৩৫), সাগর আলী মিন্টু (৩০), মুকুল হোসেন (৩৮), রয়েল হোসেন অপু (৩০), সালাউদ্দিন সুমন (৩০), মারুফ হোসেন (২২), সফিউল ইসলমা (১৯), রাজিয়া খাতুন (২৭)। আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হয়েছে বলে পুলিশ জানায়।
বিডি প্রতিদিন/আরাফাত