গভর্নমেন্ট টু গভর্নমেন্ট (জিটুজি) মডালিটির অধীনে জাপানের সঙ্গে প্রস্তাবিত প্রকল্পগুলোর উন্নতি এবং বর্তমান অবস্থা পর্যালোচনার জন্য গত বুধবার সরকারি-বেসরকারি অংশিদারিত্ব কর্তৃপক্ষ (পিপিপি অথোরিটি) একটি সভা করেছে। সভার সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমেদ কায়কাউস।
সভায় উপস্থিত ছিলেন- সড়ক, পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব জনাব মোঃ নজরুল ইসলাম এবং রেলপথ মন্ত্রণালয়ের সচিব জনাব মোঃ সেলিম রেজা। প্রকল্পগুলো বাস্তবায়নকারী সংস্থাগুলোর প্রধানদের সাথে সংশ্লিষ্ট প্রকল্পগুলোর অবস্থা নিয়ে আলোচনা করা হয়। এ সময় প্রকল্প প্রধান হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক জনাব মোঃ শামসুজ্জামান, ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জনাব এম এ এন সিদ্দিক এবং সড়ক ও জনপথ বিভাগের প্রধান প্রকৌশলী জনাব কাজী শাহরিয়ার হোসেন। এছাড়া উক্ত সভায় পিপিপি অথোরিটি, সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং প্রকল্প বাস্তবায়নকারী সংস্থাগুলোর অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সরকারের সচিব এবং পিপিপি অথোরিটির প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব সুলতানা আফরোজ জিটুজি মডালিটিতে জাপানের সাথে পিপিপি প্রকল্পগুলো নিয়ে সামনে এগিয়ে যাওয়ার বিষয়টিতে গুরুত্ব দেন। জাপানের সাথে প্রস্তাবিত প্রকল্পগুলো হচ্ছে- কমলাপুর রেলওয়ে স্টেশনে মাল্টি মডালিটি ট্রান্সপোর্টেশন হাব নির্মান, বিমান বন্দর রেলওয়ে স্টেশনে মাল্টি মডাল ট্রান্সপোর্টেশন হাব, মাস র্যাপিড ট্রানজিট লাইন টু, পিপিপি-এর মাধ্যমে চট্টগ্রাম থেকে কক্সবাজার মহাসড়কের উন্নয়ন প্রকল্প, আউটার রিং রোড নির্মাণ। যদি এ পিপিপি প্রকল্পগুলো সফলভাবে বাস্তবায়ন করা যায় তাহলে বাংলাদেশের বাহ্যিক উন্নয়নের উল্লেখযোগ্য পরিবর্তন আসবে বলে ধারনা করা যায়।
উল্লেখ্য, উক্ত সভার মূল উদ্দেশ্য ছিল এখন পর্যন্ত প্রকল্পগুলোর কতটুকু সম্পাদিত হয়েছে তা মূল্যায়ন করা এবং বাস্তবায়নকারী সংস্থাগুলোকে বাঁধা প্রদানকারী চ্যালেঞ্জগুলো চিহ্নিত করে সেসব সমাধানের মাধ্যমে এগিয়ে যেতে সম্মিলিতভাবে কাজের পরিকল্পনা করা।
প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমেদ কায়কাউস বলেন, এ ধরণের প্রকল্পগুলো গ্রহণ করা প্রয়োজন ছিল। কেননা এর মাধ্যমে বাণিজ্যিকভাবে সরকারী এবং বেসরকারি উভয় বিনিয়োগকারীই সুবিধা ভোগ করতে পারবে। তিনি বাংলাদেশ রেলওয়েকে যোগাযোগ সহজতর করার জন্য রেলওয়ের জন্য নির্ধারিত জায়গায় রেলওয়ে অবকাঠামো নির্মাণের জন্য অনুরোধ করেন।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ