মহান বিজয় দিবস উপলক্ষ্যে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারত করেছে ‘জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ)’। আজ বুধবার সকালে শেরেবাংলা নগরে জিয়ার মাজারে জড়ো হন জেডআরএফের বিজয় দিবস উদযাপন উপ-কমিটির নেতাকর্মীরা। পরে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে নিয়ে সেখানে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।
এসময় নীরবতা পালন ও সুরা ফাতেহা পাঠ করা হয়। এরপর শহীদ মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এবং জিয়ার রুহের মাগফিরাত কামনায় ও দেশবাসীর জন্য বিশেষ মোনাজাত করেন নেতৃবৃন্দ।
জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদনকালে জেডআরএফের বিজয় দিবস উদযাপন উপ-কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোর্শেদ হাসাান খান, সদস্য সচিব ব্যারিস্টার মীর হেলালসহ বিএনপির কেন্দ্রীয় স্বাস্থ্য সম্পাদক ডা. রফিকুল ইসলাম, প্রকৌশলী মাহবুব আলম, কৃষিবিদ শামীমুর রহমান শামীম, ডা. সরকার মাহবুব আহমেদ শামীম, ডা. পারভেজ রেজা কাকন, খান মো. মনোয়ারুল ইসলাম, ছাত্রদলের সাবেক সহস্বাস্থ্য সম্পাদক ডা. গালিব হাসান, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতা রাকিবুল ইসলাম রাকিব, বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজ ছাত্রদলের নেতা রাকিবুল ইসলাম আকাশ, ডা. লাবিদ হাসান, ডা. তানজিম রুবাইয়াত আফিফ প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/শফিক