ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শুরু হওয়া ওয়ালটন-ক্র্যাব ক্রীড়া উৎসবে ক্যারম (একক) প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন বাংলা ট্রিবিউনের সিনিয়র রিপোর্টার নুরুজ্জামান লাবু। রানার্স আপ হয়েছেন বিডি নিউজের সিনিয়র রিপোর্টার কামাল হোসেন তালুকদার।
তৃতীয় হয়েছেন সংবাদ প্রতিদিনের ইকরামুল কবীর টিপু। ক্যারম (একক) প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন-ক্র্যাবের ১৬ জন সদস্য। নক আউট সিস্টেমে খেলাটি অনুষ্ঠিত হয়েছে রাজধানীর সেগুনবাগিচার ক্র্যাব কার্যালয়ে। আগামীকাল শুরু হবে ক্যারম (দ্বৈত)। এতে অংশ নিচ্ছে ৮ জুটি। এ খেলাটিও ক্র্যাব কার্যালয়ে নক আউট সিস্টেমে অনুষ্ঠিত হবে।
বিডি প্রতিদিন/আল আমীন