রাজধানীর বনানীর সৈনিক ক্লাব এলাকায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতনামা (৩৫) এক ব্যক্তি নিহত হয়েছেন। তার পরনে ছিল জিনসের শার্ট ও নীল চেক লুঙ্গি। গতকাল শুক্রবার দিবাগত রাত ৩ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
গণমাধ্যমকে এ খবর নিশ্চিত করেছেন বনানী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মতিন বিশ্বাস। তিনি বলেন, ‘খবর পেয়ে গত রাত ৩টার দিকে বনানী সৈনিক ক্লাব নিউ এয়ারপোর্ট রোডের ঢাকা আউটগোয়িংয়ে ফুটওভার ব্রিজের নিচ থেকে যুবকের লাশ উদ্ধার করা হয়।
তবে স্থানীয়রা নিহত যুবকের পরিচয় শনাক্ত করতে পারেনি। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে বলেও মতিন জানান।
বিডি-প্রতিদিন/শফিক