জাতীয় বাজেটের ২৫ ভাগ শিক্ষা খাতে বরাদ্দ এবং স্বাস্থ্যবিধি মেনে ভ্যাকসিন নিশ্চিত করে অবিলম্বে সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে বরিশালে বিক্ষোভ সমাবেশ এবং মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট বরিশাল মহানগর শাখার উদ্যোগে বুধবার বেলা ১১টার দিকে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মহানগর ছাত্রফ্রন্ট সভাপতি সাগর দাশের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বাসদ জেলা শাখার সদস্য সচিব ডা. মনিষা চক্রবর্তী, অদিতি ইসলাম, মারিয়া আক্তার এবং লামিয়া সায়মনসহ অন্যান্যরা। সমাবেশ শেষে একই দাবিতে নগরীতে একটি বিক্ষোভ মিছিল করে ছাত্রফ্রন্ট।
বিডি প্রতিদিন/এমআই