৩১ জুলাই, ২০২১ ২১:৪৩

এডিস মশা নির্মূলে আগাম ব্যবস্থা নেওয়া হয়েছে: মেয়র জাহাঙ্গীর

গাজীপুর প্রতিনিধি

এডিস মশা নির্মূলে আগাম ব্যবস্থা নেওয়া হয়েছে: মেয়র জাহাঙ্গীর

এডিস মশা নির্মূল এবং করোনাভাইরাস মোকাবেলায় মশক নিধন কর্মসূচির উদ্বোধন

গাজীপুরে করোনাভাইরাস মোকাবেলা এবং ডেঙ্গু জ্বরের বাহক এডিস মশা নির্মূলে মশক নিধন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

শনিবার দুপুরে গাজীপুর সিটি করপোরেশনের উদ্যোগে এ কর্মসূচির উদ্বোধন করেন সিটি মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম। এ সময় সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন। 

উদ্বোধনী অনুষ্ঠানে সিটি মেয়র বলেন, সিটি করপোরেশন এলাকায় ডেঙ্গু জ্বরের বাহক এডিস মশা এবং করোনাভাইরাসের প্রকোপ প্রতিরোধে আগাম ব্যবস্থা নেওয়া হয়েছে। এজন্য ৩০০ টন আমদানিকৃত ওষুধ সিটি করপোরেশনের ৫৭টি ওয়ার্ডের প্রতিটি পাড়া মহল্লায় ছিটানো হবে। কোনোভাবেই যেন করোনাভাইরাস এবং সামনে ডেঙ্গু মশা আমাদের মানুষের ক্ষতি করতে না পারে সেজন্যে এ কার্যক্রম আজ আনুষ্ঠানিকভাবে শুরু করেছি। পর্যায়ক্রমে আমরা সবার কাছে এসব পৌঁছে দেব।

সিটি করপোরেশনের টঙ্গী বাজার এলাকা থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক হয়ে জেলা শহরের নগর ভবন পর্যন্ত ফগার মেশিনের মাধ্যমে প্রায় ১৮ কিলোমিটার এলাকাজুড়ে মশক নিধনে ওষুধ ছিটানোর সময় মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম নেতৃত্ব দেন।

বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর