২৬ নভেম্বর, ২০২১ ১৭:২৯

বরিশালে দোকান কর্মচারী ইউনিয়নের বিক্ষোভ সমাবেশ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালে দোকান কর্মচারী ইউনিয়নের বিক্ষোভ সমাবেশ

বরিশালে দোকান কর্মচারী ইউনিয়নের বিক্ষোভ সমাবেশ।

মহানগর দোকান কর্মচারী ইউনিয়নের ব্যানারে সাত দফা দাবিতে বরিশালে মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১০টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

দাবিগুলোর মধ্যে রয়েছে-দোকান কর্মচারীদের নিয়োগপত্র ও সার্ভিস বই প্রদান, সাপ্তাহিক দেড় দিন ছুটি, বিদ্যুৎ ও জ্বালানির মূল্য কমানো, শ্রমিক ছাটাই ও নির্যাতন বন্ধ এবং শ্রমিকদের ন্যূনতম বেতন ২০ হাজার টাকা নির্ধারণসহ সাত দফা দাবি।

সংগঠনের মহানগর শাখার সভাপতি স্বপন দত্ত্বের সভাপতিত্বে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি আলম খান, বিএম কলেজ শাখা ছাত্র ইউনিয়নের সভাপতি কিশোর চন্দ্র বালা, দর্জি শ্রমিক ইউনিয়নের নেতা তুষার সেন ও হোটেল শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক বাবুল হোসেনসহ অন্যান্যরা। 

বক্তারা তাদের ৭ দফা দাবি বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান। সমাবেশ শেষে অশ্বিনী কুমার হলের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর