১ ডিসেম্বর, ২০২১ ১৪:৫৫

সাভারে শিক্ষার্থীকে বাস চাপা দেওয়ায় সড়ক অবরোধ

সাভার প্রতিনিধি

সাভারে শিক্ষার্থীকে বাস চাপা দেওয়ায় সড়ক অবরোধ

সংগৃহীত ছবি

সাভারের ঢাকা-আরিচা মহাসড়কে এক স্কুল শিক্ষার্থীকে বাসচাপা দিয়েছে অজ্ঞাত একটি পরিবহন। এ ঘটনায় সড়ক অবরোধ করেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। পরে পুলিশের আশ্বাসে সড়ক থেকে সরে যায় তারা।

জানা যায়, বুধবার দুপুর ১২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কে প্রায় ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে রাখে তারা। পরে পুলিশের আশ্বাসে সড়ক থেকে সরে যায়। অবরোধ চলাকালীন সময়ে শিক্ষার্থীরা প্রত্যেক গাড়ি ও চালকের ড্রাইভিং লাইসেন্স চেক করছে।

শিক্ষার্থীরা জানায়, সকালে মর্নিং গ্লোরী স্কুলের ছাত্র আতিককে একটি অজ্ঞাত পরিবহন চাপা দিয়ে পালিয়ে যায়। পরে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। বিষয়টি বিভিন্ন শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে গেলে নিরাপদ সড়কের দাবিতে সবাই রাস্তায় নেমে আসে।

সাভার ট্রাফিক পুলিশের ইনচার্জ (টিআই এডমিন) আব্দুস সালাম বলেন, শিক্ষার্থীদের অবরোধের কথা শুনে দ্রুত ঘটনা স্থলে গিয়ে আশ্বাসের দিয়ে তাদের সড়ক থেকে সরাতে সক্ষম হই। অভিযুক্ত পরিবহনটি চিহ্নিত করার চেষ্টা চলছে। চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। এখন সড়কে যানচলাচল স্বাভাবিক রয়েছে।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর