নারায়ণগঞ্জ ফতুল্লার কাশিপুর খিল মার্কেটের চাঞ্চল্যকর তুহিন হাওলাদার মিল্টন এবং পারভেজ হত্যা মামলার দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। হত্যাকাণ্ডের প্রায় ৫ বছর পর এজাহারভুক্ত আসামি বাপ্পি শিকদার ও আমান ভূইয়াকে গ্রেফতার করেছে নারায়ণগঞ্জ জেলা পিবিআই। মঙ্গলবার দুপুরে জেলা পিবিআইয়ের কনফারেন্স রুমে এক সংবাদ সম্মেলনে এ সকল তথ্য জানায় নারায়ণগঞ্জ পিবিআই পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম।
তিনি জানান, ২০১৭ সালের ১২ অক্টোরব ফতুল্লার কাশীপুর হোসাইনী নগর এলাকায় মাদকের স্পট নিয়ন্ত্রণসহ এলাকার আধিপত্য বিস্তারকে ও চাঁদার টাকা ভাগাভাগি নিয়ে দ্বন্দ্ব ছিল। এ নিয়ে আটককৃত দুই আসামির নেতৃত্বে শতাধিক অস্ত্রধারী তুহিন ও পারভেজ নামে দুই যুবককে স্থানীয় রাজিবের রিক্সার গ্যারাজে নিয়ে কুপিয়ে হত্যার করে গ্যারেজে আগুন লাগিয়ে দেয়। পরে এ ঘটনায় ২২ জনের নাম উল্লেখসহ শতাধিক অজ্ঞাতনামা আসামি দিয়ে ফতুল্লা থানায় হত্যা মামলা দায়ের করা হয়।
তিনি আরও জানান, ধৃত আসামিরা খুব চতুর ছিলো। তারা যে এলাকায় অবস্থান করতো সে এলাকার সিসিটিভি ক্যামেরার পাসওয়ার্ড চুরি করে গ্রেফতার এড়ানোর জন্য পুলিশের উপর নজরদারি রাখতো। কয়েকবার অভিযানে ব্যর্থ হয়ে আমাদের কৌশল পরিবতন করে বাপ্পিকে বন্দর থানাধীন ১নং উইলসেড রোড এলাকায় তার বোনের বাসা থেকে ও আমানকে চরগাড়মুড়া এলাকা থেকে আটক করা হয়। আটককৃত আসামিদের মধ্যে একজন নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নুরুন্নাহারের আদালতে হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছেন।
বিডি প্রতিদিন/হিমেল