২০ জানুয়ারি, ২০২২ ১৪:৩০

রাজশাহীতে পাউবো কর্মচারীর শাস্তির দাবিতে কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীতে পাউবো কর্মচারীর শাস্তির দাবিতে কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষোভ

রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক কামরুল হাসানের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। রাজশাহীর পাউবো দফতরে কর্মরত ডিপ্লোমা প্রকৌশলী, সিবিএ ও সম্মিলিত ঠিকাদার সমাজের যৌথ উদ্যোগে বৃহস্পতিবার এ কর্মসূচি পালন করে।

বিক্ষোভ সমাবেশ থেকে শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপ ও সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করায় কামরুলের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আল্টিমেটাম দেওয়া হয়। আগামী পাঁচদিনের মধ্যে কামরুল হাসান ও তার সহযোগীদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় নিয়ে না আসা হলে কঠোর কর্মসূচি পালনের হুমকি দেওয়া হয়।

সমাবেশে বক্তব্য দেন ডিপ্লোমা প্রকৌশলী সমিতির সভাপতি আবদুর রউফ, সাংগঠনিক সম্পাদক গোলাম মর্তুজা, নির্বাহী প্রকৌশলী নাসরিন আকতার, সম্মিলিত ঠিকাদার সমাজের আহ্বায়ক খাজা তারেক।

বিক্ষোভ সমাবেশ বক্তারা বলেন, যোগদানের পর থেকেই তিনি বেপরোয়া ও ঔদ্ধত্যপূর্ণ আচরণ করে চলেছেন। তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশ নিষেধ অমান্য করেন। অফিসে পাওয়া যায় না। বোর্ডের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে চলেছেন। তার তার বিরুদ্ধে দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে।

একই দাবিতে বাপাউবো উত্তর-পশ্চিমাঞ্চলের প্রধান প্রকৌশলী বরাবর স্মারকলিপি পেশ করা হয়। স্মারকলিপির অনুলিপি বাপাউবোর মহাপরিচালক ও অতিরিক্ত মহাপরিচালক বরাবরেও পাঠানো হয়েছে।

বিডি প্রতিদিন/আবু জাফর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর