হুসেইন মুহম্মদ এরশাদ সরকারের পতনের আন্দোলনে শহীদ ডা. শামসুল আলম খান মিলনের স্মৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছে ছাত্রদল।
রবিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ প্রাঙ্গণে শহীদ ডা. মিলনের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সংগঠনটির নেতাকর্মীরা।
শ্রদ্ধা নিবেদনের সময় ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল, সিনিয়র সভাপতি রাশেদ ইকবাল খান, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মো. রাকিবুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আবু আফসার মোহাম্মদ ইয়াহিয়া, ছাত্রদল ঢাবি শাখার সভাপতি খোরশেদ আলম সোহেল ও সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এএ