রাজধানীর মিরপুরের মাজার রোড এলাকায় সড়ক দুর্ঘটনায় সুশান্ত সাহা (২৭) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রবিবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
সুশান্ত বর্তমানে মোহাম্মদপুর এলাকায় থাকলেও তার বাড়ি ময়মনসিংহ জেলায় বলে জানা গেছে। তিনি একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করতেন।
দারুসসালাম থানার ইন্সপেক্টর (তদন্ত) জামাল হোসেন জানান, সকালে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় মাজার রোড এলাকায় অফিস স্টাফদের বহনকারী একটি মিনিবাস তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
তিনি বলেন, অফিস স্টাফদের বহনকারী বাসটির পেছন ও সামনের দিকে ক্যামেরা আছে। সেই ক্যামেরায় দুর্ঘটনায় তেমন কোনো কিছুই দেখা যায়নি। তবুও আমরা আশপাশের সিসি ক্যামেরা পর্যবেক্ষণ করে দেখছি, সেই বাসের ধাক্কায় সুশান্ত মারা গেছে কিনা। বাসটি জব্দ করা হয়েছে।
জামাল হোসেন জানান, মরদেহ আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/এমআই