বিএনপি আগামী ১০ ডিসেম্বর গণসমাবেশ করার কথা রয়েছে। এ লক্ষ্যে নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে সড়কের দুই পাশে ব্যানার পোস্টার টাঙিয়েছিল দলটি।
তবে বুধবার বিকালে নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এতে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে নেয়। বর্তমানে বিএনপি কার্যালয়ের নিরাপত্তার স্বার্থে সেখানে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
সেইসঙ্গে রাতেই নয়াপল্টনের সড়কের দুই পাশে থাকা ব্যানার পোস্টার খুলে সড়ক পরিষ্কার করছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।
ডিএসসিসির পরিচ্ছন্নতাকর্মীরা সংবাদমাধ্যমকে জানান, সড়ক ও এর আশপাশ পরিষ্কার করতে এসব ব্যানার পোস্টার খুলে ফেলা হচ্ছে। আমরা সড়কের জঞ্জাল পরিষ্কার করছি।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ