জাতির পিতা বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের স্নেহধন্য বর্ষীয়ান রাজনীতিবিদ, যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সুলতান মাহমুদ শরীফের ৮৩তম জন্মদিন উদযাপন করা হয়েছে। গত বুধবার সন্ধ্যায় জাতীয় সংসদের এলডি হলে নানা আয়োজনে তার জন্মদিন পালন করা হয়।
বিশেষ এই দিনটি উপলক্ষে বুধবার সন্ধ্যায় জাতীয় সংসদের এলডি হল সেজেছিল বর্ণিল আলোয়। জমকালো অনুষ্ঠানের আয়োজনে করে পররাষ্ট্র মন্ত্রণালয়। প্রবীন এই আওয়ামী লীগ নেতাকে জন্মদিনের শ্রদ্ধা জানাতে আসেন রাজনীতিবিদ, সাংবাদিক, সাংসদ ও আইনজীবীসহ বিশিষ্টজনেরা।
এ সময় সুলতান মাহমুদ শরীফের বর্ণালী জীবনের উপর আলোকপাত করেন তারা। জানান, বঙ্গবন্ধু পরবর্তী সময়ে তার স্বপ্ন বাস্তবায়নে যে কজন কাজ করছেন, তাদের মধ্যে অন্যতম সুলতান মাহমুদ শরীফ।
যার জন্য এত আয়োজন সেই বর্ষীয়ান রাজনীতিবিদ নেতা সুলতান মাহমুদ শরীফের কণ্ঠে যেন বিনয়ের সুর। সবাইকে দেশ ও দেশের মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানান তিনি। এরপর কিংবদন্তি রাজনীতিবিদের ৮৩তম জন্মদিনের কেক কাটা হয়। সবার প্রত্যাশা, দীর্ঘজীবী হোক অকুতোভয় এই রাজনীতিবিদ।
বিডি প্রতিদিন/এমআই