৪ জুলাই, ২০২৩ ০৫:৫৭

গুলতেকিনের স্বামী কবি আফতাব আহমদ মারা গেছেন

সাংস্কৃতিক প্রতিবেদক

গুলতেকিনের স্বামী কবি আফতাব আহমদ মারা গেছেন

২০১৯ সালে আফতাব আহমদের সঙ্গে গুলতেকিন খানের বিয়ে হয়।

না ফেরার দেশে পাড়ি জমালেন গুলতেকিনের স্বামী সাবেক অতিরিক্ত সচিব ও কবি আফতাব আহমেদ। সোমবার রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।  

গত তিন মাস ধরে তিনি হৃদরোগ ও কিডনিজনিত নানা জটিলতায় ভুগছিলেন।

প্র‍য়াত কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদের সাথে বিচ্ছেদের পর ২০১৯ সালে তিনি গুলতেকিনের সাথে পারিবারিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হন। আফতাব আহমেদেরও এটি দ্বিতীয় বিয়ে ছিলো। পারিবারিক সূত্র জানায়, দাম্পত্য জীবনে তারা পরস্পর খুবই সুখী ছিলেন।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সাবেক এই অতিরিক্ত সচিব কবি হিসেবে নিজের সমধিক পরিচিতি ঘটিয়েছিলেন। আফতাব আহমেদ প্রয়াত অভিনেত্রী আয়েশা আখতারের ছেলে।


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর