২৭ জুলাই, ২০২৩ ১৫:৪৪

ডেঙ্গু আক্রান্ত মেয়েকে ভর্তি করাতে গিয়ে গ্রেফতার বাবার জামিন

অনলাইন ডেস্ক

ডেঙ্গু আক্রান্ত মেয়েকে ভর্তি করাতে গিয়ে গ্রেফতার বাবার জামিন

মুগদা হাসপাতালে ডেঙ্গু রোগে আক্রান্ত সাত বছরের কন্যা আদিবাকে চিকিৎসা করাতে গিয়ে মামলায় জড়ানো বাবা হাবিবুর রহমান জামিন পেয়েছেন। ঘটনার দিন চিকিৎসককে মারধরের অভিযোগে তাকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার হাবিবুরকে আদালতে হাজির করে পুলিশ। এসময় শুনানি শেষে জামিন মঞ্জুর করেছেন আদালত।

শুনানিতে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা মুগদা থানার উপ-পরিদর্শক মো. আব্দুল মান্নান। অন্যদিকে, আদালতের কাছে জামিন চান আসামিপক্ষের আইনজীবী। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশেক ইমাম পাঁচ হাজার টাকা মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন।

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর