রাজধানীর মালিবাগের একটি আবাসিক হোটেল থেকে মিজানুর রহমান (৪৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
রামপুরা থানার উপ-পরিদর্শক (এসআই) মো: হাবিজ উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, রবিবার ভোরে সংবাদ পেয়ে মালিবাগের একটি আবাসিক হোটেলের কক্ষের বিছানার উপর থেকে তার মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এরআগে শনিবার রাত ১১টার দিকে ওই হোটেলে উঠেন তিনি।
রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার গোষাই গোবিন্দপুর গ্রামের আজমল আলী শেখের ছেলে মিজানুর।
পুলিশের ওই কর্মকর্তা বলেন, কিভাবে তিনি মারা গেছেন, তা ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে। আমরা তার স্বজনদের সংবাদ দিয়েছি। যতটুকু জানতে পেরেছি, মিজানুর টেইলারিংয়ের কাজ করতেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন