নাশকতার মামলায় গাজী মো. সোহানুর রহমান সোহাগ নামে জাতীয়তাবাদী ছাত্রদলের এক কেন্দ্রীয় নেতাকে গ্রেফতার করেছে র্যাব। শনিবার রাতে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব-১০ এর অতিরিক্ত পুলিশ সুপার এনায়েত কবির সোয়েব বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন।
তিনি জানান, গাজী মো. সোহানুর রহমান সোহাগ ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক। এছাড়াও তিনি ছাত্রদলের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সংসদ ও সাবেক প্রচার সম্পাদক।
বিডি প্রতিদিন/এএ