এইচএসসি পরীক্ষায় এবার যশোর বোর্ডে পাশের হার দাঁড়িয়েছে ৬৯ দশমিক ৮৮ শতাংশ। আর জিপিএ-৫ পেয়েছে আট হাজার একশ’ ২২ শিক্ষার্থী।
গতবারের তুলনায় এবার পাশের হার ও জিপিএ-৫ এর সংখ্যা অনেক কমেছে। গতবার যশোর বোর্ডে পাশের হার ছিল ৮৩ দশমিক ৯৫ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছিল ১৮ হাজার সাতশ’ তিন শিক্ষার্থী।
রবিবার বিকেল তিনটায় যশোর প্রেসক্লাব অডিটোরিয়ামে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ ফলাফল ঘোষণা করেন যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. বিশ্বাস শাহিন আহম্মদ।
পরীক্ষা নিয়ন্ত্রক জানান, এবার যশোর বোর্ডের অধীন খুলনা বিভাগের ১০ জেলার ৫৭৫টি কলেজ থেকে এক লাখ ৯ হাজার ছয়শ’ ৩৪ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে পাশ করেছে ৭৬ হাজার ৬শ’ ১৬ শিক্ষার্থী। গতবারের চেয়ে এবার ফলাফল খারাপ হওয়া প্রসঙ্গে তিনি বলেন, এবার ইংরেজি ও উচ্চতর গণিতের প্রশ্নপত্র একটু কঠিন হওয়ার কারণে ফলাফল গতবারের চেয়ে খারাপ হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল