বরিশাল শিক্ষা বোর্ডে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশের হার ৮০.৬৫ ভাগ। জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ৯শ ৯৩ জন। এবার বরিশালে বোর্ডে ১৩টি শিক্ষা প্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী পাশ করেছে।
রবিবার বিকেল ৩টায় বোর্ডে ফলাফলের পরিসংখ্যান ঘোষণা করা হলেও শিক্ষার্থীরা অনলাইনে এবং শিক্ষা প্রতিষ্ঠান থেকে ফলাফল পেয়েছে আগেই। ফল পেয়ে আনন্দে আত্মহারা তারা। করোনার পর প্রথমবারের মতো ১০০ নম্বরের পরীক্ষায় প্রত্যাশিত ফলাফল পেয়ে খুশি শিক্ষার্থীরা। শিক্ষা এবং বাবা-মায়ের সহযোগিতায় এই ফলাফল অর্জিত হয়েছে বলে তাদের প্রতি কৃতজ্ঞ তারা। সন্তানদের ভালো ফলাফলে খুশি অভিভাবকরাও।
বিকেল ৩টায় ফলাফলের পরিসংখ্যান ঘোষণার সময় বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুন কুমার গাইন বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় বরিশাল বোর্ড ফলাফলে দেশ সেরা হয়েছে।
পরিসংখ্যানে দেখা যায়, এবার বরিশাল বোর্ডে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলো ৬৭ হাজার ৪শ ৬৫ জন। এর মধ্যে পাশ করেছে ৫৪ হাজার ৪ শ ১৩ জন।
এবার বিজ্ঞান বিভাগে পাশের হার ৮১.২৫ ভাগ, মানবিক বিভাগে ৭৯.৬৬ ভাগ এবং ব্যবসায় শিক্ষা বিভাগে পাশের হার ৮৫.৭৬ ভাগ। বোর্ডে ১৩টি শিক্ষা প্রতিষ্ঠান শতভাগ পাশ করেছে। এর মধ্যে ঝালকাঠিতে ২টি, ভোলায় ১টি, বরগুনায় ২টি, পটুয়াখালীতে ৪টি এবং বরিশাল জেলায় ৪টি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে।
পাশের হারে এগিয়ে ঝালকাঠী জেলা। এই জেলায় পাশের হার ৮৫.৪৭ ভাগ এবং সর্বনিম্ন ৭০.৭৪ ভাগ পাশ করেছে পটুয়াখালীতে। এছাড়া বরিশাল জেলায় পাশের হার ৮৪.৫৬ ভাগ, ভোলায় ৮৪.৫৪ ভাগ, পিরোজপুরে ৭৯.১৮ ভাগ এবং বরগুনায় ৭৮.২৮ ভাগ।
এবার বরিশাল বোর্ডের ১৩১ কেন্দ্রে মোট ৩৩৫টি কলেজের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেয়। এদের মধ্যে পরীক্ষা চলাকালীন সময়ে অসদুপায় অবলম্বনের জন্য ৪১ জন পরীক্ষার্থী বহিষ্কার হয়েছিলো।
বিডি প্রতিদিন/এএ