বিএনপির ৭ম দফায় ডাকা ৪৮ ঘণ্টর অবরোধের সমর্থনে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।
সোমবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও কেন্দ্রীয় সংসদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাকিবুল ইসলাম রাকিবের নেতৃত্বে মিছিলটি জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে শুরু হয়ে হাইকোর্টের সামনে দিয়ে কাকরাইল অভিমুখে যাচ্ছিল। এসময় মৎস্য ভবন এলাকায় আইন-শৃঙ্খলা বাহিনীর তৎপরতায় নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে যায়।
মিছিলে এসময় আরও উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক সজীব মজুমদার, সহ-সাধারণ আল মামুন, জামিল মুরসালিন, বেসরকারি বিশ্ববিদ্যালয় বিষয়ক সম্পাদক মশিউর রহমান, সহ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক, জান্নাতুল নওরিন উর্মি, সদস্য মো. অলিউজ্জামান সোহেল, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি এবিএম ইজাজুল কবির রুয়েল, ঢাবির যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাসুম বিল্লাহ্, মাহাবুব আলম শাহিন, ঢাবির অমর একুশে হল ছাত্রদলের সিনিয়র যুগ্ম-সম্পাদক মো. আলফি লাম, ঢাবির মাস্টরদা সূর্যসেন হল ছাত্রদলের প্রচার সম্পাদক মনোয়ার হোসেন প্রান্ত, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সভাপতি মহিউদ্দিন রুবেল, সহ সাংগঠনিক সম্পাদক শামীম মিয়া, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ সভাপতি কাওছার আহম্মেদ রনি প্রমুখ।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন