সরকারি চাকরিতে সব ধরনের কোটা বাতিল করে অনগ্রসর জাতিগোষ্ঠীর জন্য ৫ শতাংশ কোটা রেখে নির্বাহী বিভাগের হস্তক্ষেপের দাবি আদায়ে আবারও রাজধানীর গুলিস্তান জিরো পয়েন্ট মোড় অবরোধ করেছেন আন্দোলনরত জগন্নাথ বিশ্ববিদ্যালয়-সহ পুরান ঢাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
বুধবার বিকাল সাড়ে চারটায় ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ এর ব্যানারে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে ক্যাম্পাসের কাঁঠালতলা থেকে বাংলাবাজার, ভিক্টোরিয়া পার্ক, রায়সাহেব বাজার, তাঁতিবাজার, বংশাল, হানিফ ফ্লাইওভার হয়ে গুলিস্তান জিরো পয়েন্ট মোড় অবরোধ করেন।
এ সময় আন্দোলনরত শিক্ষার্থীদের ‘কোটা না মেধা, মেধা মেধা,’ দালালি না রাজপথ রাজপথ রাজপথ,’ বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠায় নাই’, কোটা প্রথা নিপাত যাক’, মেধাবীরা মুক্তি পাক’, একাত্তরের হাতিয়ার, গর্জে ওঠো আরেকবার’, আমার সোনার বাংলায়, বৈষম্যের ঠাই নাই’, মেধাবীরা আসছে, রাজপথ কাঁপছে’, সহ বিভিন্ন ধরনের স্লোগান দিতে দেখা যায়। এছাড়াও শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে গান, কবিতা আবৃত্তি, ছোট গল্প-সহ বিভিন্ন প্রতিবাদীমূলক সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনা করছেন।
শিক্ষার্থীদের আন্দোলনের ফলে গুলিস্তান-সদরঘাট, নারায়ণগঞ্জ, যাত্রাবাড়ি, সায়েদাবাদ, পল্টন, সচিবালয়-সহ সব রুটের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। তবে অ্যাম্বুলেন্স-সহ জরুরি কাজে বের হওয়া পথচারীদের চলাচলে কোনও বাঁধা দেওয়া হচ্ছে না।
বিডি প্রতিদিন/একেএ