নেদারল্যান্ডসের হেগে অবস্থিত আন্তর্জাতিক সংস্থা পার্মানেন্ট কোর্ট অব আরবিট্রেশনের (পিসিএ) সদস্য হিসেবে নিয়োগ পাওয়ায় ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্টের পক্ষ থেকে হোটেলটির সম্মানিত কোর্ট নিযুক্ত চেয়ারম্যান বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।
গত শনিবার ঢাকা রিজেন্সির প্রাঙ্গণে তাঁকে এ শুভেচ্ছা জানানো হয়। এসময় ঢাকা রিজেন্সির বোর্ড অব ডিরেক্টর, এক্স কম মেম্বার, বিভাগীয় প্রধানগণ ও পুরো ঢাকা রিজেন্সি পরিবার বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীকে শুভেচ্ছা জানান। তিনি পিসিএ’র আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ দায়িত্বের পাশাপাশি ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্টের কোর্ট নিযুক্ত চেয়ারম্যান পদেও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছেন।
উল্লেখ্য, পিসিএ’র সদস্য হওয়ার গৌরবজনক স্বীকৃতি বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর জীবনের অসাধারণ অবদানের বহিঃপ্রকাশ। সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী একজন প্রাজ্ঞ ও নীতিবান বিচারক হিসেবে বহুদিন ধরেই খ্যাতিমান। ন্যায়বিচার, প্রজ্ঞা ও নিষ্ঠার প্রতীক হিসেবে তিনি সবসময়ই অনুপ্রেরণাদায়ক ছিলেন। তাঁর এই কৃতিত্ব পুরো জাতির জন্য গর্বের।