বরিশাল নগরীতে পৃথক অভিযানে ইয়াবা, গাঁজা ও জাল টাকার নোটসহ চারজনকে আটক করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। সোমবার (১৪ জুলাই) দুপুরে বরিশাল মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল বিষয়টি নিশ্চিত করেছে।
মিডিয়া সেল জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোরে নগরীর কালিজিরা ব্রিজ সংলগ্ন এলাকায় অভিযান করে সাতক্ষীরা জেলার আশাশুনি থানাধীন গোঁদাগা এলাকার মো. রুহুল আমিন গাজীর ছেলে মো. বিল্লাহ হোসেনকে (৩৫) আটক করা হয়।
এসময় তার কাছ থেকে ২ হাজার ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পাশাপাশি মাদক পাচারের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও দুইটি মোবাইল ফোনও জব্দ করা হয়।
এর আগে, অপর অভিযানে নগরীর ২৪ নম্বর ওয়ার্ডের রুপাতলী হাউজিং এলাকার একটি বহুতল ভবনের পঞ্চম তলার ফ্লাটে অভিযান করে সাড়ে ৪ শত পিস ইয়াবা, ৬০ গ্রাম গাঁজা ও ৩ হাজার টাকা মূল্য মানের জালনোটসহ তিনজনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন- বরিশাল মেট্রোপলিটনের এয়ারপোর্ট থানাধীন দক্ষিণ কড়াপুর এলাকার আবুল কালাম হাওলাদারের ছেলে মো. ফারুক হাওলাদার (৩০) ও হরিণাফুলিয়া এলাকার মো. মজিবর রহমানের মেয়ে মোসা. মারুফা আক্তার (১৮) এবং ঝালকাঠি পৌর এলাকার ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সিরাজুল হকের ছেলে মো. শাকিল খান সেন্টু (৪৫)।
এসব ঘটনায় আটক অভিযুক্তদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে ডিবির পরিদর্শক ছগির হোসেন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ