মঙ্গলবার, ২৬ এপ্রিল, ২০১৬ ০০:০০ টা

বছরে ১.৭ শতাংশ হারে দারিদ্র্য কমছে

---------- পরিকল্পনামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

বছরে ১.৭ শতাংশ হারে দারিদ্র্য কমছে

পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সংসদকে জানিয়েছেন, সরকারের সার্বিক প্রচেষ্টায় প্রতি বছর প্রায় ১ দশমিক ৭৪ শতাংশ হারে দারিদ্র্য কমে আসছে। দশম সংসদের দশম অধিবেশনে গতকাল প্রশ্নোত্তর পর্বে মো. আবদুল মতিনের প্রশ্নের জবাবে মন্ত্রী সংসদকে এ তথ্য জানান। তিনি বলেন, দারিদ্র্য বিমোচনে চলতি অর্থবছর (২০১৫-১৬) সামাজিক নিরাপত্তা খাতে ১৪০টি কর্মসূচি চলমান রয়েছে। এসব কর্মসূচির আওতায় চলতি অর্থবছর ৩৭ হাজার ৫৪৬ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে, যা মোট বাজেটের প্রায় ১২ দশমিক ৭২ শতাংশ এবং জিডিপির ২ দশমিক ১৯ শতাংশ। তিনি জানান, দারিদ্র্য হ্রাসে গ্রামীণ অর্থনীতিতে অর্জিত গতিশীলতা ও হতদরিদ্রদের জন্য টেকসই নিরাপত্তা-বেষ্টনীর মাধ্যমে জনগণের খাদ্যনিরাপত্তা, অতিদরিদ্র ও দুস্থদের জন্য বিনামূল্যে খাদ্য বিতরণসহ একাধিক কর্মসূচি বাস্তবায়নে এমন ফল লাভ করা সম্ভব হয়েছে। এ ছাড়া দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে নারীদের আত্মকর্মসংস্থানের জন্য ক্ষুদ্রঋণ, ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত জনগোষ্ঠীর পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে।

মো. ইসরাফিল আলম এমপির অপর এক প্রশ্নের জবাবে পরিকল্পনামন্ত্রী সংসদকে জানান, চলতি অর্থবছর এডিপি বাস্তবায়ন হয়েছে ৪১ শতাংশ। তিনি বলেন, দেশের এক অঞ্চলের সঙ্গে অন্য অঞ্চলের বৈষম্যমূলক কোনো পরিকল্পনা সরকার গ্রহণ করে না। সব মানুষের জন্য পরিকল্পিত উন্নয়ন-নীতিতে সরকার কাজ করে থাকে।

সর্বশেষ খবর