সোমবার, ৩ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

জাহাজ রপ্তানি করবে খুলনা শিপইয়ার্ড : স্বরাষ্ট্রমন্ত্রী

প্রতিদিন ডেস্ক

জাহাজ রপ্তানি করবে খুলনা শিপইয়ার্ড : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, দেশের জাহাজ নির্মাণ শিল্পে ঐতিহ্যবাহী নাম খুলনা শিপইয়ার্ড। প্রতিষ্ঠানটি স্বগৌরবে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। খুলনা শিপইয়ার্ড দেশের চাহিদা পূরণ করে ভবিষ্যতে বিদেশেও জাহাজ রপ্তানি করবে। ইতিমধ্যে পাঁচটি যুদ্ধ জাহাজ নির্মাণ করে প্রতিষ্ঠানটি তার সক্ষমতা প্রমাণ করেছে। গতকাল দুপুরে খুলনা শিপইয়ার্ড লিমিটেড কোস্টগার্ডের তিনটি ইনশোর প্যাট্রোল ভেসেলের এ কিল লেয়িং অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। খবর বাংলানিউজ।

মন্ত্রী শিপইয়ার্ডের এই অগ্রযাত্রা যেন কোনো কুচক্রীমহল ব্যাহত করতে না পারে সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সজাগ থাকার আহ্বান জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জাহাজ তিনটি নির্মাণ সম্পন্ন হলে কোস্টগার্ড সমুদ্র উপকূলে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে সক্ষম হবে।

সর্বশেষ খবর