শিরোনাম
বুধবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

তারা ১/১১ এর মতো ক্ষমতায় যেতে চান : মেনন

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

সমাজকল্যাণ মন্ত্রী ও ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, ঐক্য প্রক্রিয়া গঠনের উদ্যোক্তাদের অতীতের আমলনামা দেখলে বোঝা যায় তারা দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে আবারও ১/১১ এর মতো ভিন্ন পথে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছেন। তাদের এ তৎপরতা গণতন্ত্রের জন্য শুভ নয়। বিষয়টি নিয়ে দেশের মানুষ উদ্বিগ্ন। গত সোমবার রাতে বরিশাল সার্কিট হাউস মিলনায়তনে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন মন্ত্রী মেনন। মন্ত্রী বলেন, ১/১১ সরকারের আইন উপদেষ্টা ছিলেন ব্যারিস্টার মইনুল হোসেন। ওই সময়ে সেনাশাসনকে সাংবিধানিক বৈধতা দেওয়ার পরমর্শদাতা ছিলেন ড. কামাল হোসেন। শেখ হাসিনাকে রাজনীতি থেকে মাইনাস করার চেষ্টায় কথিত সংস্কারপন্থিতার দায়ে মাহমুদুর রহমান মান্না আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত হয়েছেন। জোনায়েদ সাকী যে জাতীয় সনদের কথা বলছেন তা তিনি ফখরুদ্দীন-মইনউদ্দিন সরকারের সময়েও বলেছিলেন। সম্প্রতি পাস হওয়া ডিজিটাল নিরাপত্তা আইন প্রসঙ্গে মন্ত্রী বলেন, এ আইন নিয়ে তিনি নিজেও উদ্বিগ্ন। তবে দেশে প্রযুক্তির প্রসার হওয়ায় আইনটি সময়োপযোগী। এর সুফল-কুফল নির্ভর করবে আইনটি প্রয়োগের ওপর।

মতবিনিময় সভায় জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি অধ্যাপক নজরুল হক নীলু, সাধারণ সম্পাদক শেখ টিপু সুলতান এমপি, প্রেস ক্লাব সভাপতি কাজী নাসির উদ্দিন বাবুল ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেনসহ অন্যরা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর