মঙ্গলবার, ২২ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

সংসদে ১৪ দলের নীতির পক্ষে থাকবে ওয়ার্কার্স পার্টি

নিজস্ব প্রতিবেদক

জাতীয় নির্বাচনের বিজয় সুরক্ষায় ১৪ দলের রাজনৈতিক নীতির পক্ষে সংসদে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির অবস্থান বহাল থাকবে।

ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে গতকাল গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়। রাজনৈতিক অঙ্গনে ১৪ দলের প্রাসঙ্গিকতা ও অবস্থান নিয়ে কিছু বিভ্রান্তিমূলক বক্তব্যের পরিপ্রেক্ষিতে গতকাল পার্টির পলিটব্যুরোর সভায় গৃহীত প্রস্তাবের আলোকে পার্টির এ অবস্থান নিশ্চিত করা হয়। সভায় সভাপতিত্ব করেন পার্টির সভাপতি রাশেদ খান মেনন। সভায় উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত হয় এবং সব জেলা কমিটিকে দলীয় প্রার্থী বাছাইসহ প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার আহ্বান জানানো হয়। সভায় পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা এমপি, পলিটব্যুরোর সদস্য আনিসুর রহমান মল্লিক, সুশান্ত দাস, মাহমুদুল হাসান মানিক, ইকবাল কবির জাহিদ, নূর আহমেদ বকুল, হাজেরা সুলতানা, কামরূল আহসান, আমিনুল ইসলাম গোলাপ প্রমুখ অংশ নেন। পার্টির বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি ১৪ দলের প্রাসঙ্গিকতা ও অবস্থান নিয়ে কিছু বিভ্রান্তিমূলক বক্তব্য এসেছে। এ পরিপ্রেক্ষিতে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি স্পষ্টভাবে মনে করে ২০০৪ সালে যে ভিত্তিতে ১৪ দল গঠিত হয়েছিল তার মূল বিষয়গুলো এখনো প্রাসঙ্গিক। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দল নিরঙ্কুশ বিজয় লাভ করলেও মৌলবাদ, সাম্প্রদায়িকতা, জঙ্গিবাদ ও স্বাধীনতাবিরোধী শক্তির তৎপরতা অব্যাহতভাবে বিদ্যমান। এ অবস্থায় জাতীয় নির্বাচনের বিজয় সুরক্ষায় ১৪ দলের ঐক্যবদ্ধতা ও এযাবৎকালের অবস্থান, আচরণ সুরক্ষিত করা প্রয়োজন। ওয়ার্কার্স পার্টি সেই লক্ষ্যে তার তৎপরতা অব্যাহত রাখবে এবং জাতীয় সংসদে পার্টির অবস্থান বহাল থাকবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর